মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ : মালদ্বীপের রাজধানী মালে মালদ্বীপ বিএনপি সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান এর জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা ও দোয়া নৈশভোজের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার রাত ১০ টায় রাজধানী মালে একটি রেস্টুরেন্টে কেক কাটা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ সভাপতি আলতাফ হোসেন, ফারুক হোসেন, সুমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম, রবিউল আলম।
জম্মদিন অনুষ্ঠানের আয়োজন যাহারা করেছে এবং আমাকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে । মালদ্বীপ বিএনপির সভাপতি মালদ্বীপ বিএনপি আমরা সবাই ভাই ভাই হিসাবে চলাফেরা করবো সবাই সকলের খোঁজ খবর নিবো। আর শেখ হাসিনার সরকার পতন করার জন্য দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশক্রমে প্রতিটি জেলা, উপজেলার, ইউনিয়ন, ওয়ার্ড, শহর ও গ্রামগঞ্জে এবং বাড়ি বাড়ি ঐক্যবদ্ধ হয়ে দলের প্রতি আগ্রহী বৃদ্ধি প্রকাশ রাজপথে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করে আওয়ামী সরকার পতন করতে হবে।
মোনাজাতের মাধ্যমে দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সহ সকলস্তরের নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়েছে।মোনাজাত পরিচালনা করেন মাসুম বিল্লাহ, করোআন তেলওয়াত করেন আলামিন,
এতে আরও উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক খলিলুর রহমান, আব্দুল মান্নান, যুবদল নেতা আরিফ হোসেন, হাজি আলামিন, মাহাবুব আলম, মিজানুর রহমান, রিয়াদ সহ, মালদ্বীপ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
(এম/এসপি/জুলাই ২২, ২০২৩)