নিয়ামতপুরে পরিমানে জ্বালানি তেল কম দেওয়ায় ১ লাখ টাকা জরিমানা
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পরিমাণে জ্বালানি কম দেওয়ায় তরফদার ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথি।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার ১ কিলোমিটার দক্ষিনে অবস্থিত তরফদার ফিলিং স্টেশনে সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তরফদার ফিলিং ষ্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপ করা হয়। এ সময় দেখা যায় পেট্রলে ১০ লিটারে ২০০ এমএল এবং অকটেনে ১০ লিটারে ১ লিটার ১৬ এমএল ভোক্তাদের কম দেওয়া হচ্ছে। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিয়ামতপুর গাবতলী রোডে অবস্থিত সোনার ফিলিং ষ্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। সোনার ফিলিং ষ্টেশনে জ¦ালানির পরিমান সঠিক থাকলেও লাইসেন্স নবায়ন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিমাপের জন্য বিএসটিআই এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথি জানান, পরিমাণে জ্বালানি কম দেওয়ায় তরফদার ফিলিং ষ্টেশনকে এক লাখ টাকা এবং সোনার ফিলিং ষ্টেশনের লাইসেন্স নবায়ন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কোনো প্রতিষ্ঠান পণ্য সরবরাহে অনিয়ম করলে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করার জন্য অনুরোধ করা হলো। জনস্বার্থে এসব অভিযান চলমান থাকবে। এ অভিযানে ভোক্তা অধিকারকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং থানা পুলিশের একটি তদারকি দল।
(বিএস/এসপি/জুলাই ১৮, ২০২৩)