নওগাঁ পানি উন্নয়ন বোর্ড পরিদর্শনে খন্দকার মনজুর মোর্শেদ
নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের একটি জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার মনজুর মোর্শেদ নওগাঁ পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করেছেন। সোমবার তিনি পরিদর্শন শেষে পিরোজপুর নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কলোনীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ও পুকুরপাড়ে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে মহান সৃষ্টিকর্তার নিকট বিশ্ববাসীর কল্যাণার্থে দোয়া অনুষ্ঠিত হয়।
ভাইস প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গি হিসেবে তার স্ত্রী ও কন্যা ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, ওসমান ফারুক, উপ-সহকারী প্রকৌশলীগণ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের লাল-সবুজের বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবীর জন্য সকলকে বৃক্ষরোপণ করার নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনা পাওয়ার পর থেকে আইইবি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।
ইঞ্জিনিয়াররা সর্বদায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রনায়ক হিসেবে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই তাদের প্রতি সকলকে সুদৃষ্টি প্রদান করাসহ সার্বিক সহযোগিতা প্রদান করার প্রতি তিনি আহ্বান জানান।
(বিএস/এসপি/জুলাই ১৮, ২০২৩)