নওগাঁর নতুন ডিসি মো. গোলাম মওলা
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. গোলাম মওলা। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।
গত ১৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারী করা হয়। মো. গোলাম মওলার আগে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন খালিদ মেহেদী হাসান। নতুন জেলা প্রশাসক হিসেবে মো. গোলাম মওলাকে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েনসহ সুধীমহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
বিভাজন নয় সমন্বয়ের মাধ্যমে দেশের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত ইতিহাস আর ঐতিহ্যে পূর্ণ উত্তরের সীমান্তবর্তি জেলা বরেন্দ্র ভ’মি নওগাঁকে সামনের দিকে এগিয়ে নিতে নবাগত ডিসি ভ’মিকা রাখবেন বলে আশা করছেন নওগাঁর সচেতন মহল।
(বিএস/এসপি/জুলাই ১৫, ২০২৩)