পঞ্চগড়ে অবৈধভাবে পাথর উত্তোলন, আটক ৪
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় ১৮ বিজিবি'র তেঁতুলিয়া বিওপির নিয়মিত একটি দল অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৪ ব্যক্তিকে আটক করেছে।
এসময় তাদের ব্যবহার্য ১টি ট্রাক্টর টলি, ৪টি বেলচা, ওয়ান বাই ফোর ৮০ সিফটি কুচিপাথর, গ্রামীণ সীমসহ একটি এন্ড্রয়েট মোবাইল, দুটি বাটন ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক বেলা পৌনে বারোটায় তেতুঁলিয়া বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৪৩/২-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈদগাহবস্তি নামক স্হানে হতে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকালে এরা ৪ জন গ্রেফতার হয়।এ সময় তাদের ব্যবহৃত সরঞ্জামাদি ও পরিবহন জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে পঞ্চগড় ১৮ ব্যাটলিয়নের অধিনায়ক জুবায়েদ হাসান বলেন, এ ব্যাপরে তেঁতুলিয়া থানায় বিজিবির পক্ষ থেকে তেঁতুলিয়া মামলা হয়েছে।
এ ব্যাপারে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ মো.আবু সাঈদ চৌধুরী বলেন, ‘বিজিবির দেয়া মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
(এআর/এসপি/জুলাই ০৭, ২০২৩)