শেরপুরে ২৬'শ কেজি চোরাই চিনি উদ্ধার
সোহেল রানা, শেরপুর : শেরপুরে বালুর ঢিবির নিচ থেকে ৫২টি বস্তায় প্রায় ২,৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর পৌর শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশ থেকে ওই চিনি উদ্ধার করা করা হয়। উদ্ধারকৃত চিনির বাজারমূল্য প্রায় সোয়া তিন লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশে কোন ব্যবসায়ী গোপনে অবৈধভাবে চিনি মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানার এসআই মো. মনিরুজ্জামান মনিরসহ একদল পুলিশ। এসময় জনৈক ফরহাদ হোসেনের ভাড়া জমিতে ত্রিপালে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে পঞ্চাশ কেজি ওজনের ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়। তবে কে কি উদ্দেশ্যে চিনি মজুদ করেছিলো তা জানা না গেলেও মো. তজ নামে এক ট্রলিচালকের ট্রলিতে ওইসব চিনির বস্তা এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, গোপন সূত্রে খবর পেয়ে চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোন ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এক ট্রলিচালকের নাম শোনা যাচ্ছে। তাকে ধরতে অভিযান চলছে। এছাড়া জব্দ চিনির বিষয়ে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(এসআর/এসপি/জুন ২১, ২০২৩)