স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের নির্মম হামলায়  নিহত  সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের মূলহোতাকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকরা। নিহত সাংবাদিক নাদিম  ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ও বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন, এই সাংবাদিক গত ১৪ জুন চিহৃিত সন্ত্রাসীদের হামলায় আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৫ জুন ময়মনসিংহ হাসপাতালে মারা যান। 

এই সাংবাদিক হত্যার বিচার, খুনিদের দ্রুত গ্রফতারসহ সারাদেশের সকল সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে শুক্রবার (১৬ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহলের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকু্ল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল, পঞ্চগড় শিশু কিশোর বিদ্রোহী থিয়েটারের পরিচালক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আব্দুর রহিম, বাংলাভিশনের মোশারফ হোসেন, চ্যানেল টুয়েন্টিফোরের এ হোসেন রায়হান, এখন টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান, বাংলা নিউজের সোহাগ হায়দার, একাত্তর টিভির পঞ্চগড় প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন এর সরকার হায়দারসহ গণমাধ্যম ও সাংস্ককৃতিক কর্মীরা।

(এআর/এসপি/জুন ১৬, ২০২৩)