ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮
স্টাফ রিপোর্টার : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার (৯ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১০ জুন) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৩১ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেন্সিডিল, ৯২০৮ পিস ইয়াবা ও ১১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালায় ডিএমপি। গ্রেফতার ৩৮ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।
(ওএস/এএস/জুন ১০, ২০২৩)