নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা
রাজবাড়ী প্রতিনিধি : নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে কালাম ফকির (৫০) নামের এক ব্যক্তিকে রাজবাড়ী গোয়ালন্দ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য জানান।
পুলিশ জানায়, কালাম ফকির এ পর্যন্ত চারটি বিয়ে করেছে। চারিত্রিক সমস্যার কারণে এরই মধ্যে দু’জন স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটেছে। যে কিশোরীকে (১৬) সে নির্যাতন করেছে, তার মাও কালাম ফকিরকে ছেড়ে চলে গেছে। তবে ভুক্তভোগী কিশোরী তাকে তার ব্যবসার কাজে সহযোগিতা করে। সে কালাম ফকিরের সাথেই থাকতো।
এর মধ্যে, গত বুধবার (৭ জুন) ভোররাতে বিদ্যুৎ চলে গেলে ওই কিশোরী তার বাবা ও সৎ মায়ের ঘরে গিয়ে মেঝেতে শুয়ে পড়ে। ওই রাতে এক পর্যায়ে তার বাবা জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কিশোরী।
এ নিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বাপন কুমার মজুমদার জানান, ১৬ বছর বয়সী এক কিশোরী গত বুধবার রাতে তার নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। এরপর কালাম ফকির নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(একেএমজি/এএস/জুন ০৯, ২০২৩)