চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে পৌর সদরের পুরাতন বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৪ টি দোকানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: তানজিনা খাতুন।
জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী, আশরাফ চাউল মালিক আশরাফ উদ্দিনকে ১ হাজার টাকা, হক স্টোরের মালিক জিয়াউল হককে ৩ হাজার টাকা, দত্ত স্টোরের মালিক পীযূষ দত্তকে ২ হাজার টাকা এবং দাস এন্ড সন্স এর মালিক নিতাই দাস কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি মোছা: তানজিনা খাতুন জানান, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনের ধারা অনুযায়ী চারটি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
(এস/এসপি/জুন ০৮, ২০২৩)