রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি উৎযাপন করা হয়েছে। কর্মসূচীতে ছিল সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বর্নাঢ্য র্যালি এবং দুপুর ১২টায় মিলাদ মাহফিল।
এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা যুবদল সভাপতি রফিকুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহেদ হোসেন সোনা, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, যুবদল সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
এছাড়াও উপজেলা যুবদলের নেতাকর্মী ও ইউনিয়ন যুবদল সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন।
(আরইএস/এটিঅার/অক্টোবর ২৭, ২০১৪)