আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে যানবাহনের চাপায়া পিষ্ট হয়ে আবু বক্কর (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ রবিবার সকাল ৯ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কে ডালম্বা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের মোঃ শামীমের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা বটতলা মোড় এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিল শিশু আবু বক্কর। এসময় অজ্ঞাত এক যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের হস্তান্তর করা হয়েছে।
(এস/এসপি/মে ২৮, ২০২৩)