পঞ্চগড় সদর উপজেলার গার্ল গাইডস ওরিয়েন্টেশন সম্পন্ন
স্টাফ রিপোর্টা, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্য এক দিনের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন পঞ্চগড় সদর উপজেলা আয়োজিত এক দিনব্যাপী এই ওরিয়েন্টেশন আজ রবিবার হাজী ছফির উদ্দীন আহাম্মদ গার্লস স্কুল এন্ড কলেজ একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো শাহীন আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি পঞ্চগড় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুন ন্নবী। কলেজ গর্ভানিং বডির সভাপতি আলহাজ্ব মো সফিকুল ইসলাম, হাজী ছফির উদ্দীন আহাম্মদ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোছা. নুরন নাহারসহ উপজেলার বিভিন্ন টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ।
(এআর/এসপি/মে ২৮, ২০২৩)