কয়েলের আগুনে পুড়লো বাড়িঘর, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৩
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) ভোরে বায়েজিদ থানার সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারীরা হলেন- নূরুন নাহার (৩০), ফারিয়া (৩) ও মারুফ (১)।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে দেখা যায়- ওই বাড়িতে আরও দুইটি সিলিন্ডার অক্ষত রয়েছে।
ধারণা করছি, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
চমেক হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের প্রধান ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আগুনে দগ্ধ তিনজনের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। সেই সঙ্গে তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। এদের মধ্যে মারুফকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে এবং নুরুন নাহার ও ফারিয়া সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
(জেজে/এসপি/মে ২৮, ২০২৩)