বগুড়ায় উন্নয়ন, স্থানীয় সরকার ও সাংবাদিকতা শীর্ষক মতবিনিময়
বগুড়া প্রতিনিধি : আজ রবিবার বগুড়া সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সহযোগিতা ও স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম বগুড়া জেলার আয়োজনে স্থানীয় সরকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেছেন, পেটে ক্ষুধা নিয়ে সৃষ্টিশীলতা যেমন হয় না তেমনি উন্নয়নও হয় না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা প্রতিদিন ১৬-১৮ ঘন্টা কাজ করে জনগণের জন্য। তারা সারাদিন বিভিন্ন সমস্যার সমাধান করেন কিন্তু তাদেরকে যে পরিমাণ সম্মানী ভাতা দেয়া হয় তা দিয়ে নিজেদের আর্থিক সমস্যার সমাধানই হয় না। তাই জনগণের উন্নয়নের জন্য আগে জনপ্রতিনিধিদের ভাতা বৃদ্ধি করতে হবে।
এলজিজেএফ রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের বগুড়া ব্যুরো চিফ লিমন বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, প্রভাষক আব্দুর রাজ্জাক, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু।
ফরহাদ শাহীর সঞ্চালনায় সংলাপে স্বাগত বক্তব্য দেন এমএমসির প্রশিক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম নয়ন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজেদুর রহমান সিজু, রাসেল মাহমুদ, মশিউর রহমান জুয়েল, ইউপি সচিব বলবন রহমান তানসেন, আনোয়ার হোসেন, তাহেরা খাতুন প্রমুখ।
(এএসবি/এসসি/অক্টোবর২৬,২০১৪)