বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থী জয়ী
বগুড়া প্রতিনিধি : বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন পশারী হিরু বিজয়ী হয়েছে। তিনি ফুটবল প্রতিকে ১৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আহম্মেদ কবির মিন্টু পেয়েছেন ৮২৫ ভোট। আজ সন্ধ্যা পৌনে ৬ টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
আজ রবিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ লুৎফর রহমান আলাল এর মৃত্যু হলে পদটি শুন্য হয়। বগুড়া সদর থানা সুত্রে জানা গেছে, প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। মোট ৬ হাজার ৭০০ জন ভোটারের মধ্যে ৩০৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সকাল থেকে শান্তিপূর্ন পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেলোয়ার হোসেন পশারী হিরু বিজয়ী হয়েছে।
(এমআর/এএস/অক্টোবর ২৬, ২০১৪)