বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে
বগুড়া প্রতিনিধি : আজ রবিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচন। বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ লুৎফর রহমান আলাল এর মৃত্যু হলে পদটি শুন্য হয়। এ পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। পুলিশ কর্মকর্তাসহ ১৪ জন ও আনসার সদস্য রয়েছে ১৪ জন করে। রয়েছে স্ট্রাইকিং ফোর্স। ৭ নং ওয়ার্ডের ৩টি কেন্দ্রের ১৯টি বুথে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। উপ নির্বাচনে ৬ জন প্রার্থী অংশ নিয়েছেন। এরা হলেন আহম্মেদ কবির মিন্টু, দেলোয়ার হোসেন পশারী হিরু, হাসানুল মাশরেক, আব্দুর রউফ, তানভীর ওয়াজেদ, আনোয়ারুল হক খান। মোট ভোটার রয়েছে ৬ হাজার ৭০০ জন।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, ভোট গ্রহণের সকল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।
(এএসবি/এএস/অক্টোবর ২৬, ২০১৪)