শেরপুরে ৩শ পিস ইয়াবাসহ সাবেক ইউপি মেম্বার আটক
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে র্যাব-১২ বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম খান নুরু (৫০) ও তার এক সহযোগী কে আটক করেছে।
তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ২৪)।
জানা গেছে, র্যাব-১২ বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাত ৮টার দিকে শেরপুর শহরের একটি রেষ্টুরেন্ট থেকে নুরুল ইসলাম নুরু ও তার সহযোগী শফিকুল ইসলামকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৩শ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
রাত সাড়ে ১১ টায় তাদের শেরপুর থানায় হস্তান্তর করে র্যাব। তারা দীর্ঘদিন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল বলে জানায় র্যাব। রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে শেরপুর থানার ডিউটি অফিসার এসআই রাকিবুল হুদা জানান।
আটককৃত নুরুল ইসলাম নুরু শেরপুর উপজেলার ভাটরা গ্রামের মৃত মফজেল খানের ছেলে এবং খানপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং তার সহযোগী শফিকুল ইসলাম একই গ্রামের মৃত নওশের আলী আকন্দের ছেলে।
(এনএএম/এসসি/অক্টোবর২৬,২০১৪)