ভোলায় গ্রামীণ স্বাস্থ্যসেবায় কমিউনিটি মেডিকেল অফিসারদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
চপল রায়, ভোলা : ভোলায় গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান। সভায় বক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দাবির প্রেক্ষিতে জেলায় দুর্যোগকালীন মেডিকেল টিমের সদস্য হিসেবে তাদের বিবেচনা করবেন বলে জানান ভোলার সিভিল সার্জন। তাছাড়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের আইনসঙ্গত প্র্যাক্টিস এ কেউ যেন অযথা হয়রানি না করে এবং ভূয়া ডিগ্রীধারীদের বিরুদ্ধে অতিসত্ত্বর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান।
ভোলা জেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এসোসিয়েশন এর সভাপতি ডা: নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: বিটন চন্দ্র কর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পরিবার পরিকল্পনা উপপরিচালক তাপস কুমার শীল, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান,দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর বরিশাল সেলস সেন্টার এর রিজিওনাল সেলস ম্যানেজার মাহবুবুর রশিদ সোহেল, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি জহিরুল হক শুভ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: লিপন মণ্ডল, ডা: রিফাত হোসেন, ডা: নারায়ণ চন্দ্র, ডা: মনির হোসেন, ডা: রিক্তা মণ্ডল, ডা: সোহাগ মুন্সি, ডা: রত্না মজুমদার প্রমুখ ।
আলোচনা সভায় জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও প্রাইভেট প্র্যাকটিশনার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্পনসর করেছে দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
(সিআর/এসপি/মে ০৫, ২০২৩)