বগুড়ায় যুবদলের মিছিলে পুলিশের বাঁধা
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় যুবদলের মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে মিছিলের চেস্টাকালে পুলিশ বাঁধা প্রদান করে। পরে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ ৬৬জন নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, সাংগঠনিক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদল সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাইফুল ্ইসলাম রনি, সাংগঠনিক আহম্মেদ বিন বিল্লাহ শান্ত, রাফিউল ইসলাম রুবেল, অধ্যক্ষ শাহীন, সবুজ দেওয়ান। মিছিলে বাঁধা দেয়া প্রসঙ্গে বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক ভুইয়া জানান, ২৬ অক্টোবর বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ নির্বাচন। একারনে সার্কিট হাউজ এলাকা থেকে নির্বাচনী এলাকা পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় যুবদলের মিছিলে বাঁধা দেয়া হয়েছে।
(এএসবি/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)