বগুড়ার বাংলা মদসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
বগুড়া প্রতিনিধি : বগুড়া ধুনটে মাদক ব্যবসায়ি জীবন কুমার সাহাকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় ধুনট-সোনাহাটা সড়কের পাকুড়িহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ লিটার স্থানীয় তৈরী বাংলা মদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত জীবন কুমার সাহা পৌর এলাকার সদরপাড়ার গজেন্দ্রনাথ সাহার ছেলে। ধুনট থানার এএসআই দেলোয়ার হোসেন বলেন, জীবন কুমার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। শনিবার এলাকায় বিক্রির উদ্দেশ্যে বাংলা মদ নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুকুড়িহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে ৫০ লিটার স্থানীয় ভাবে তৈরী বাংলা মদ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
(এএসবি/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)