হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান সেরা আজাদকে সংবর্ধনা
বগুড়া প্রতিনিধি : সুদর্শন পুরুষ খোঁজার প্রতিযোগিতা ফেয়ার হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান সেরা আবুল কালাম আজাদকে ফুলেল সংবর্ধনা জানালো আমরা ক’জন শিল্পি গোষ্ঠি। শনিবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে সংগঠনের পক্ষে সভাপতি আব্দুস সামাদ পলাশ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, মীর্জা আহছানুল হক দুলাল, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান মুক্তা, প্রচার সম্পাদক এইচ আলিম, বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া নজরুল পরিষদের সাধারণ সম্পাদক হাকীম মজিদ মিয়া, আমরা কজন শিল্পি গোষ্ঠির সাধারণ সম্পাদক আব্দুল মোবিন জিন্নাহ, কবি এ্যাডঃ নুরুল ইসলাম চৌধুরী, সংবর্ধিত আবুল কালাম আজাদের পরিবার, সহ আমরা ক’জন শিল্পি গোষ্ঠির নৃত্যশিল্পিরা। উল্লেখ্য বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের চকদূর্গা গ্রামের আব্দুল বাছেদের পুত্র আবুল কালাম আজাদ চ্যানেল আইয়ে সুদর্শন পুরুষ খোঁজার প্রতিযোগিতা ফেয়ার হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান সিজন টুর প্রথম স্থান অর্জন করেন।সংবর্ধনা প্রদান শেষে আমরা ক’জন শিল্পি গোষ্ঠির সভাপতি আব্দুস সামাদ পলাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(এএসএ/এটিঅার/অক্টোবর ২৫, ২০১৪)