বগুড়া শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে দেশ
বগুড়া প্রতিনিধি : এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লা বলেছেন, ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সহযোগিতা করছে এসএমই ফাউন্ডেশন। বিশ্বের অনেক দেশ এসএমই এর মাধ্যমে এগিয়ে গেছে। বাংলাদেশেও চেষ্টা অব্যহত রয়েছে।
শিল্প কারখানা ও উদ্যোক্তা তৈরীতে এই ফাউন্ডেশনের সহযোগিতা অব্যহত থাকবে। বগুড়াসহ সারাদেশে ফাউন্ড্রি শিল্পের ব্যাপক প্রসার হয়েছে। শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে দেশ। এ লক্ষে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। তিনি আগামীতে সকল জেলায় এসএমই মেলা অনুষ্ঠানের কথা জানান।
শনিবার দুপুরে বগুড়া রেড চিলিজ চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশন সভাপতি আইনুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কথাগুলো বলেন। বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশন ও বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে সভায় আরো বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর ড. এহসানুল করিম, বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক ইয়াকুব ছাত্তার চৌধুরী, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান মিল্টন, আব্দুল মালেক প্রমুখ। এর আগে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লা বগুড়ার বিভিন্ন ফাউন্ড্রি কলকারখানা পরিদর্শন করেন।
(এএসবি/এটিঅার/অক্টোবর ২৫, ২০১৪)