১০ বছর পর বগুড়া জেলা আওয়ামীলীগের সম্মেলন
বগুড়া প্রতিনিধি : ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বগুড়া জেলা আওয়ামীলীগের সম্মেলন। সর্বশেষ ২০০৪ সালে জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে বগুড়া জেলা আওয়মীলীগের নির্বাহী কমিটির বর্ধিত সভা আজ শনিবার সকাল ১১টায় বগুড়া চেম্বার ভবনে জেলা আ’লীগ সভাপতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু জেলা পরিষদ প্রশাসক ডাঃ মকবুল হোসেন, সাবেক এমপি আমানুল্লাহ খাঁন, এড. আব্দুল মতিন, এ্যাড মকবুল হোসেন মকুল, আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার রায়, এড আমানুল্লাহসহ জেলার ১২টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় কার্যনির্বাহি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাড. আমান উল্লাহ জানান ২০০৪ সালের ৭ আগষ্ঠ সর্বশেষ রেজলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আজকের (শনিবার) সভায় অগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের কাউন্সিল এর প্রস্তুতি বিষয়ে বিভিন্ন সিদ্বান্ত নেয়া হয়।
(এএসবি/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)