বগুড়ায় ফেনসিডিলসহ আটক ১
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা এলাকা থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ শাহজাহান আলী সাজু (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে আটক শাহজাহান আলী সাজুকে আদালতে পাঠানো হয়েছে। শাহজাহান ওই এলাকার মিলনের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ শাহজাহানকে আটক করে।
(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০১৪)