সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক ও সোলেমান হোসেন নামে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চারটার দিকে সদর উপজেলার বহুলি ইউনিয়নের বাগডুমুরে এই ঘটনাটি ঘটে।
নিহতেরা হলো, সদর উপজেলার বহুলি ইউনিয়নের বাগডুমুর গ্রামের নাছিম খানের ছেলে আব্দুল মালেক ও আব্দুল মজিদের ছেলে সোলেমান।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহিুলি ইউনিয়নের বাগডুমুর গ্রামে ধান কাটছিলেন শ্রমিকেরা। বিকেল চারটার দিকে আকষ্মিকভাবে বজ্রপাতে আব্দুল মালেক ও সোলেমান নামে দুই কৃষক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করে।
(এস/এসপি/এপ্রিল ২৯, ২০২৩)