কুকুর বাজায় টুমটুমি

কুকুর বাজায় টুমটুমি
বানর বাজায় ঢোল,
টুনটুনি এই টুনটুন আলো
ইঁদুর বাজায় খোল

সাপের মাথায় ব্যাং নাচুনি
যেই দেখে রে খোকন মনি
টুনটুনি এই টুনটুন আলো
ইঁদুর বাজায় খোল


ইক্রি মিক্রি চাম চিক্রি

ইক্রি মিক্রি চাম চিক্রি
চাম কাটে মজুমদার
ধেয়ে এলো দামোদর
দামোদরের হাঁড়ি কুঁড়ি
দুয়ার এ বসে চাল কাঁড়ি
চাল কাঁচতে হলো বেলা
ভাত খায় সে দুপুর বেলা
ভাতে পড়লো মাছি
কোদাল দিয়ে চাঁচি
কোদাল হলো ভোঁতা
খা শিয়ালের মাথা