শেরপুরে উষসী সাহিত্য সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে উষসী সাহিত্য সংসদের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
কবি লতিফ আদনানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, মানবাধিকার কমিশন শেরপুর উপজেলার সভাপতি শাহজামাল সিরাজী, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, ডা. নুরুন্নবী।
বক্তব্য রাখেন চট্টগ্রামের কবি কমরে আলম, অধ্যাপক নুর মো. তালুকদার, সংগঠনের আহবায়ক কবি শাহ আলম, কবি রফিক মো. ফিরোজ, সাকিল মাহমুদ শামীম। শুরুতে সাহিত্য পত্রিকা উষসী এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর এবং পুরস্কার বিতরণ করা হয়।
(এনএএম/এএস/অক্টোবর ২৫, ২০১৪)