শেরপুরে ইটভাটা থেকে মহিলার লাশ উদ্ধার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের ঘোগা বটতলা এলাকার একটি ইটভাটা থেকে শনিবার দুপুরে পুলিশ এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে। নিহত মহিলা সিরাজগঞ্জ জেলার কাজিপুরের সীমান্ত বাজার এলাকার জহুরুল ইসলামের স্ত্রী হাফিজা খাতুন (৪৫) বলে জানা গেছে। তাকে অপহরণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
জানা গেছে, শনিবার ঘোগা বটতলা এলাকায় একটি ইটভাটায় ইটের স্তুপের ভিতর মাটি চাপা দিয়ে রাখা মহিলার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সেখানে শেরপুর ও কাজিপুর থানার পুলিশ গিয়ে মহিলার গলিত লাশ উদ্ধার করে। ওই মহিলা কয়েকদিন যাবত নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। তবে তাকে কারা হত্যা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশী অনুসন্ধান চলছে বলে জানা গেছে।
(এনএএম/এএস/অক্টোবর ২৫, ২০১৪)