মহেশখালী উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সভা
জাহেদ সরওয়ার, কক্সবাজার : উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী বিভাগের বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন মহেশখালী, কক্সবাজার ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এবং নিউট্রিশন ইন্টারন্যশনাল ও ইউনিসেফ-এর কারিগরি সহযোগিতায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আজ মঙ্গলবার মহেশখালী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জনাব মোঃ ইয়াছিন। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মাহফুজুল হক।
এছাড়াও সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য হিসেবে পরিবার পরিকল্পনা, প্রাণি সম্পদ, মৎস্য, সমাজসেবা, জনস্বাস্থ্য ও প্রকৌশলসহ মহেশখালী উপজেলার বিভিন্ন সরকারী বিভাগে কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহেশালী উপজেলার পুষ্টি পরিস্থিতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং উপজেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।
পরবর্তীতে মহেশখালী উপজেলায় কর্মরত ইউনিসেফ প্রতিনিধি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম ও মহেশখালী উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপনা করেন। সভায় পরবর্তী অংশে নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার Global Affairs Canada ও বাংলাদেশ জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার চলমান Adopting a Multisectoral Approach for Nutrition (AMAN) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রমকে শক্তিশালীকরণে কি ধরণের কার্যক্রম আগামীতে বাস্তবায়ন করবে তার উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা সকলের সামনে তুলে ধরেন।
পরবর্তীতে সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণএ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। এছাড়াও সভায় মহেশখালী উপজেলার বিভিন্ন সরকারী বিভাগে কর্মকর্তাবন্দৃ তাদের বিভাগের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। সভার শেষ অংশে মহেশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জনাব মোঃ ইয়াছিন তার বক্তব্যে উপজেলার সার্বিক পুষ্টির চিত্র উন্নয়নে স্বাস্থ্য বিভাগসহ কমিটিতে অর্ন্তভূক্ত অন্যান্য সকল বিভাগকে একযোগে কাজ করার আহব্বান জনান এবং এক্ষেত্রে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পূনব্যক্ত করেন এবং সকলে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(জেএস/এসপি/এপ্রিল ১৮, ২০২৩)