পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াস কর্মসূচির যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার ২৩ অক্টোবর জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার-ফেস্টুনসহ উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম (মোহন মুন্সী), পাট্টা ইউপি চেয়ারম্যান শাহ মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাক ওয়াস কর্মসূচির ফরিদপুর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইউনুছ আলী ও ব্র্যাক ওয়াস কর্মসূচির পাংশা উপজেলা ব্যবস্থাপক মোঃ মফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী মিল্লাত।
বক্তাগণ “স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রাশিদা ইয়াসমীন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুর রহমান তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মনিরুজ্জামান ও উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাসসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

(এফএ/এসসি/অক্টোবর২৪,২০১৪)