কক্সবাজারে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া বড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুনিল বড়ুয়া (৪৩) ঝিলংজার খরুলিয়ার বড়ুয়াপাড়া গ্রামের চিত্ত বড়ুয়ার ছেলে। পেশায় তিনি দিনমজুর। পাশাপাশি নদী থেকে কাঁকড়া ধরে বিক্রি করতেন।
স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন বলেন, শনিবার বিকেলে হঠাৎ কালবৈশাখী এসে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এসময় সুনিল বাড়ির পাশের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওয়ানা হন। হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান বলেন, সুনীলের অনাকাঙ্ক্ষিত মৃত্যু তার পরিবারের সদস্যদের অকুল পাথারে ফেলেছে। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ মিলে তার পরিবারকে সহযোগিতার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
(ওএস/এএস/এপ্রিল ০১, ২০২৩)