ঈশ্বরদীতে সাংবাদিকদের ইফতার মাহফিল
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সাংবাদিকদের ইফতার মাহফিলে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত এবং দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) ঈশ্বরদী সফটটেক কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিউটের হলরূমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সম্মিলিতভাবে এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল। বিশেষ অতিথি ছিলেন দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ মহসীন, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি মিশুক প্রধান, সাংগাঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমাস আলী, আহসান হাবিব, প্রেসকাবের সদস্য আমিরুল ইসলাম, আক্তারুজ্জামান মিরু, মাহফুজুর রহমান শিফন, সাইদুল ইসলাম লাল্টু, জিটিভি’র নাসিম আহমেদ, বিজয় টিভি’র আশরাফুল ইসলাম সবুজ, ইংরেজী দৈনিক মর্নিং গ্লোরীর প্রতিনিধি দেওয়ান সবুজ, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি শিশির মাহমুদসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
(এসকেকে/এসপি/মার্চ ২৯, ২০২৩)