করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, সংক্রমণে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ৮৪৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ১৮ হাজার ৬৪৯ জন। একই সঙ্গে করোনা রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৮৪৯ জনে।
শনিবার (১৮ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে রাশিয়ায়। দৈনিক মৃত্যুর তালিকায় এর পরেই রয়েছে জাপান, তাইওয়ান, স্পেন, রাশিয়া, ফ্রান্স, মেক্সিকোর মতো দেশগুলো।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ সময়ে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৫৯ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমিত ১০ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৩৯০ জন। এদের মধ্যে ১১ লাখ ৫১ হাজার ২৫৩ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯১৫ জন এবং মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়ালো দুই কোটি ২৪ লাখ ৮০ হাজার ৮৫৭ জন। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৯৬ হাজার ৭৬৯ জন।
জাপানে একদিনে করোনায় মারা গেছেন ৪৮ জন। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৫৫ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৩৩ লাখ ৬১ হাজার ২৯৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৭৩ হাজার ৪৩৯ জন।
তাইওয়ানে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ৪১ জন। দেশটিতে এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি ২ লাখ ১৪ হাজার ৮৯৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৬৯৭ জন।
দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ হাজার ১৫৫ জন এবং আক্রান্ত তিন কোটি ছয় লাখ ৮১ হাজার ২২৮ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় স্পেনে ৩৮ জন, ফ্রান্সে ২৬ জন, মেক্সিকোতে ২৪ জন, চিলিতে ১২ জন, ফিলিপাইনে ১১ জন, পোল্যান্ডে ৮ জন করোনায় মারা গেছেন।
(ওএস/এএস/মার্চ ১৮, ২০২৩)