ভোলার তজুমদ্দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে ২৫ মার্চের গণহত্যা ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ স্মৃতিচারণ ও গল্প বলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, প্রজেক্ট কমান্ডার আবু নাসের, তজুমদ্দিন মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার শাহাবুদ্দিন মাস্টার, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।
(সিআর/এসপি/মার্চ ১৬, ২০২৩)