পিরোজপুরে লতিফ সিদ্দিকীর নাগরিকত্ব বাতিলের দাবিতে বিক্ষোভ
পিরোজপুর প্রতিনিধি : অপসারিত ও বিতর্কিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নাগরিকত্ব বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার সকাল ১১ টায় জেলা ইসলামী আন্দোলনের কয়েক শতাধিক কর্মী-সমর্থক শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা লতিফ সিদ্দিকীর অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা করে তাকে মুরতাদ ঘোষণা, তার নাগরিকত্ব বাতিল, অবৈধ সকল সম্পদ বাজেয়াপ্ত করা সহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান। বক্তব্য রাখেন, দলের জেলা সভাপতি অ্যাডভোকেট আ. জব্বার, নজরুল আহসান, মো. লোকমান হোসেন ফিরোজী, মো. ইয়াহ্ ইয়া হাওলাদার, সেক্রেটারী মো. শেহাব উদ্দিন কাশেমি ও মো. নাসির উদ্দিন সহ একাধিক নেতারা।
পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকীর কাছে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নের জন্য তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।
(এসএ/জেএ/অক্টোবর ২২, ২০১৪)