মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ইন্তেকাল
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার আমদহ হঠাত পাড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আলী (৮০) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুধবার ভোর সাড়ে চারটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ নাতি- নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।
আজ বুধবার সকাল ১১ টার সময় আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। মেহেরপুরের সহকারী কমিশনার ভূমি রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় পুলিশের একটি চৌকস দল মর্যাদা রাষ্ট্রীয় গার্ড অফ অর্ডার প্রদান করেন। এসিল্যান্ড রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মরদেহ আচ্ছাদিত করে দেন পরের স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা ও দাফন কাজে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম এ মালেক, কদম আলী, সিরাজ আলী, মমিন ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
(এস/এসপি/মার্চ ০৮, ২০২৩)