প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক নারী তার ‘প্রেমিকের’ বাড়িতে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার উপজেলার পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা।
যে যুবকের বাড়িতে ওই নারী অবস্থান নিয়েছেন তার নাম ইলিয়াস হোসেন। তিনি এলাকার ফজলু মিয়ার ছেলে। মেয়েটির বাড়িও একই উপজেলায়।
পুলিশ জানিয়েছে, মেয়েটি বাড়িতে আসার পর ইলিয়াসের পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ছেলের পারিবারের কাউকে না পেয়ে তার চাচার সঙ্গে কথা বলেছি।
“আগামী শনিবার দুই পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য বৈঠক করা হবে। আশা করি, সমাধান হয়ে যাবে। মেয়েকে তার মায়ের হেফাজতে রাখা হয়েছে।”
ওই নারীর অভিযোগ, ইলিয়াসের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তাদের বাড়িতে ইলিয়াসের যাওয়া-আসা ছিল। সম্প্রতি ইলিয়াস তাকে এড়িয়ে চলছে। এ কারণে তিনি বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে উঠেন।
এ সময় মেয়েটি বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন।
ইলিয়াসের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মেয়েটির মা বলেন, মেয়ের সঙ্গে ইলিয়াসের সম্পর্কের বিষয়টি তিনি জানতেন এবং মেয়েকে বাধাও দিয়েছিলেন।
“তখন মেয়ে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করেছিল। মেয়ে বাড়িতে না জানিয়ে ইলিয়াসের বাড়িতে উঠেছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সে আসেনি।”
ওসি নাসির উদ্দিন বলেন, “এই ঘটনা মীমাংসার অধিকার আমাদের নেই। তবে মেয়ে বা মেয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
(এসএএম/এএস/মার্চ ০৮, ২০২৩)