আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের রেকর্ড অনুযায়ী ১৬৪ বছর বয়সী একজন ভোটারের হদিস পাওয়া গেছে। আর তিনি হলেন সিটির ব্রঙ্কসের বাসিন্দা লুজ পাবেলন।

ইলেকশন বোর্ডের রেকর্ড অনুযায়ী তার জন্ম ১৮৫০ সালের ১ জানুয়ারি। অর্থাৎ আব্রাহাম লিংকন যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, সে সময়ে এই নারীও জন্মেছেন।

ইলেকশন কমিশনের ভৌতিক এ তথ্য নিয়ে সকল মহলে প্রশ্নের উদ্রেক ঘটেছে। লুজ পাবেলন নিজেও যারপরনাই বিস্মিত।

কারণ তার প্রকৃত বয়স ৭৩ বছর। লুজ পাবেলনের জন্মতারিখ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি।

তিনি বলেন, আমি কীভাবে ১৬৪ বছর বয়সী হলাম? অনেক বছর ধরে আমি নির্বাচনে ভোট দিচ্ছি। কখনো এমন ভুল দেখিনি বা খেয়াল করিনি।

(ওএস/এটিআর/অক্টোবর ২০, ২০১৪)