বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে, শ্রী শ্রী প্রণব মঠ এর আয়োজনে,যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে, মাঘী পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠত হয়।

এই মাঘী পূর্ণিমা মহোৎসব উপলক্ষে, শ্রী শ্রী প্রণব মঠ এ ধর্মীয় শোভাযাত্রা,আর্চাকরন, হরিনাম সংকীর্ত্তন, আলোচনা সভা, অন্নকুট ভোগ, বৈদিক শান্তিযজ্ঞ শ্রী শ্রী ঠাকুরের দোলন উৎসব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মাঘী পূর্ণিমা মহোৎসব এ দেশ, বিদেশ থেকে লক্ষ, লক্ষ ভক্ত ও দর্শক তাদের মনোবাসনা, কামনা করাও মহোৎসব উপভোগ করার জন্য সমাগম হয়।।

উক্ত মাঘী পূর্ণিমা মহোৎসব এ, শ্রী শ্রী প্রণব মঠ এর সাধারন সম্পাদক, সঙ্গীতা নন্দ মহারাজের সভাপতিত্বে, আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, বাংলাদেশ যুব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যাকারী সদস্য,আসিফুর রহমান আসিব খান,।

অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তানভীর মাহমুদ, বাজিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, পঙ্কজ মন্ডল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর-২ আসনের সংসদ প্রতিনিধি, আফম ফুয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, সাহাবুদ্দিন সাহা, রাজৈর সরকারী ডিগ্রি মহা বিদ্যালয়ের প্রভাষক, নিত্যানন্দ হালদার,অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অত্র প্রনব মঠ এর স্বামীজিবৃন্দ ও ভক্তবৃন্দ।

(বিডি/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৩)