মেহেরপুরে প্রবেশনারদের সঙ্গে মতবিনিময় সভা
এস এ সাদিক, মেহেরপুর : মেহেরপুরে প্রবেশনারদের সহিত মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হল-রুমে প্রবেশনারদের সহিত মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে এবং মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রি অফিসার কাজী মোঃ আবুল মনসুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর এ কে এম আসাদুজ্জামান, মেহেরপুর জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, সদর উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান।
মেহেরপুর জেলায় প্রথম প্রবেশন আদেশ পাওয়া যায় ০২-১২-২০২০ খ্রিস্টাব্দে। মেহেরপুর জেলায় এ পর্যন্ত ৪৭ জন প্রবেশনারের প্রবেশন আদেশ চলমান রয়েছে এর মধ্যে শিশু প্রবেশনারের সংখ্যা ১৬ জন এবং বয়স্ক প্রবেশনারের সংখ্যা ৩১ জন।
(এস/এসপি/জানুয়ারি ২৩, ২০২৩)