\r\n \r\n
কাউখালীতে বাস খাদে পড়ে নিহত ১
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী মোড় নামক স্থানে রবিবার দুপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে গিয়ে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে খুলনাগামী ধাঁনসিড়ি পরিবহনের একটি বাস বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী মোড় সংলগ্ন স্থানে দুপুর পৌনে ১ টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ৩০ বাসযাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে কাউখালী হাসপাতালে পাঠানো হয়েছে। বাস যাত্রীরা বলছেন, নিহত ব্যাক্তি বাসের হেলপার।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।
(এসএ/জেএ/অক্টোবর ১৯, ২০১৪)