\r\n \r\n
মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ফাতিমাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার বুখইতলা গ্রামের বান্ধবপাড়া হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতিমা আক্তার ইতিকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী ২০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন পালন করেন।
রবিবার সকাল ১১টায় ঘন্টা ব্যাপি এ কর্মসূচিতে ইতি হত্যার দুই ঘাতকের বিচার দাবি জানানো হয়। এসময় উপজেলার ঝাউতলা বাজার থেকে মঠবাড়িয়া সদর হয়ে সাপলেজা ইউনিয়ন বাজার পর্যন্ত ২০ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধনের পাশাপাশি ৯টি স্থানে একই সময়ে পৃথক সমাবেশে করে সম্মিলিত শিক্ষক-শিক্ষার্থীরা। এতে উপজেলার মোট ১৬৭ স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সম্মিলিত শিক্ষক সমাজের আহবায়ক মো. মোস্তফা জামান খান, পিরোজপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি জাহাঙ্গির হোসেন নান্না পোদ্দার, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব, থানার ওসি নাসির উদ্দিন মল্লিক, নিহত ইতির পিতা ফুল মিয়া সহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি।
এসময় শিশু ছাত্রী ইতিকে পাশবিক নির্যাতন শেষে হত্যার তীব্র প্রতিবাদ ও দুই ঘাতক স্বপন ও সুমনের ফাঁসির দাবি জানায়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর মঠবাড়িয়ার বুখইতলা গ্রামের বান্ধবপাড়া হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলমাঠ থেকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় দুই বখাটে স্বপন ও সুমন তাকে ধর্ষণ করে পরে গলা টিপে হত্যা করে লাশ গ্রামের একটি বাগানে ফেলে রাখে। ওই ঘটনায় এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের মুখে অভিযুক্ত দুই বখাটেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এ ঘটনায় নিহত শিশুটির বাবা মো. ফুল মিয়া বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
(এসএ/জেএ/অক্টোবর ১৯, ২০১৪)