শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
শেরপুর প্রতিনিধি : শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার রফিক মিয়া (৪৫), তার ছেলে রাব্বী (১৪)। নিহত আরেকজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত রফিক মিয়া নালিতাবাড়ী উপজেলায় আজাহার স্টোরের মালিক। তিনি তার ছেলেকে শেরপুর শহরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। নিহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে চালের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।
(ওএস/এএস/জানুয়ারি ১৪, ২০২৩)