নওগাঁ প্রতিনিধি : শুক্রবার রাতে নওগাঁর রাণীনগরে পুলিশ কর্তৃক আটক ৪ মাদকসেবীকে ৭দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক ঘটনায় মাদকদ্রব্য বিক্রির সময় স্বামী-স্ত্রী কে আটক করেছে পুলিশ। শনিবার তাদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর রেলষ্টেশনের পাশে মাদক সেবনের সময় উপজেলার গৌড়দিঘী গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (৩৫), একই গ্রামের গোকুল চন্দ্র সরকারের ছেলে সুধীর চন্দ্র (২২), বেলঘড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল (২২) এবং দক্ষিণ রাজাপুর গ্রামের মোস্তফা মীনার ছেলে খোরশেদ আলম (২৭) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী প্রত্যেককে ৭দিনের করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে আদালতে সোপর্দ করেন।

অপরদিকে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৌনুজ গ্রামের মৃত আফসার প্রামাণিকের ছেলে মাদক ব্যবসায়ী মাণ্নান হোসেন (৪৫) এবং তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৮) কে উপজেলার চকাদিন আলোপাড়া মোড়ে মাকদ দ্রব্য বিক্রির সময় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অর্ধ-কেজি গাঁজা, ১০লিটার চোলাই মদ ও ১২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়েছে বলে রাণীনগর থানার এস আই সুমন কুমার জানান।

(বিএম/এএস/অক্টোবর ১৮, ২০১৪)