‘দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়’
গাজীপুরপ্রতিনিধি : ‘দুই নেত্রী ও তাদের বংশধরদের হাতে দেশ নিরাপদ নয়’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামের হল রুমে সোমবার সন্ধ্যায় গাজীপুর নাগরিক ঐক্য আয়োজিত ‘নির্বাচন ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া কেঁদেছেন। বিএনপি যদি কোনও দিন ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগ নেত্রীকেও কাঁদতে হতে পারে’ মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।
তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান।
নাগরিক ঐক্যের নেত্রী মাহমুদা জিল্লুর বিথীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেলা গণফোরামের সভাপতি হাবিবুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জয়নাল আবেদীন খান, নাগরিক ঐক্যের তানভীর আহমেদ ও সামসুল আলম প্রমুখ।
(ওএস/এইচআর/এপ্রিল ২৮, ২০১৪)