সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে রকেট এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি বিদেশী রিভলবার, একটি ওয়ানশুটারগান, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও একটি মোটরসাইকেলসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার দুপুরে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল পিপিএম (বার), বিপিএম (বার)।
আটককৃতরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামাকান্তপুর স্কুলপাড়া গ্রামের সুজন মিয়া, আ: করিম, আ: মালেক, মো: আশরাফুল ও আবু হাসেম।
প্রেস কনফারেন্সে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল পিপিএম (বার), বিপিএম (বার) বলেন, গত ১৬ই ডিসেম্বর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে তারিকুল ইসলাম নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে গুলি করে প্রায় পাচ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এ ঘটনায় মামলা দায়ের হলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি দল তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ রওশন আলীর নেতৃত্বে উপ-পরিদর্শক জুলহাজ উদ্দিন (বিপিএম, পিপিএম), উপ-পরিদর্শক ওয়াদুদ আলী বিপিএম ও সহকারি উপ-পরিদর্শক মিন্টু মিয়া বিপিএম এর সমন্বয়ে গঠিত একটি টিম মঙ্গলবার গাজিপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় ব্যাবহৃত একটি বিদেশী রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও দুটি গুলির খোসাসহ ডাকাতদলের সদস্য সুজন মিয়া, আ: করিম, আ: মালেক, মো: আশরাফুলকে গ্রেফতার করে।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ানশুটারগানসহ উল্লাপাড়া থেকে আবু হাসেম নামে অপর এক ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া থানায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক জুলহাজ উদ্দিন (বিপিএম, পিপিএম) ও উপ-পরিদর্শক ওয়াদুদ আলী বিপিএম বাদি হয়ে দুটি অস্ত্র মামলা দায়ের করেছে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: সামিউল আলমসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা।
(ওএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২২)