আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের জঙ্গল থেকে ১৩০ জন বাংলাদেশি পুরুষকে গত সপ্তাহে উদ্ধার করেছে সেখানকার কর্তৃপক্ষ। তাদের বিভিন্ন খামারে এবং মাছ ধরার ব্যবসায় ক্রীতদাসের হিসেবে খাটানো হতো বলে খবর পাওয়া গেছে।

বিবিসি সূত্রে জানা যায়, এই ১৩০ জন বাংলাদেশি মূলত মানবপাচারের স্বীকার হয়েছিল। তাদের ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। দেশ ছাড়ার পর তাদের ওষুধ খাইয়ে, হাত-পা বেঁধে নৌকায় করে থাইল্যান্ডের উপকূলীয় জঙ্গলের কিছু ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তী সময় দাস-শ্রমিক হিসেবে তাদের বিক্রি করা হয়।

তিন সপ্তাহ বন্দি থাকার পর এক জেলা প্রশাসন কর্মকর্তা তাদের উদ্ধার করেন। ওই কর্মকর্তা মানবপাচার রোধ নিয়ে কাজ করছেন।

তবে বন্দিদের মধ্যে এখনও আরো ৬০ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার পাওয়া আবদুর রহিম নামের এক বাংলাদেশি বলেছিলেন, সেখানে তাদের কিছু খেতে দেয়া হয়নি। তারা ১০ দিন কেবল পাতা খেয়ে বেঁচে ছিলেন। আর থাই দালালরা তাদের ওপর খুব অত্যাচার করেছে। তাদের এমন মারধর করা হয়েছে যে তাকে এখন পর্যন্ত খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। সূত্র : বিবিসি

(এমএম/এনডি/অক্টোবর ১৮, ২০১৪)