রাজবাড়ী প্রতিনিধি : জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়নগর গ্রামের রায়নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাথে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ফুটবল খেলা ছিল। খেলা চলাকালে খেলোয়ারদের মাঝে তুচ্ছ ব্যাপার নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এত উভয় দলের প্রায় ১০ জন আহত হয়। এক পর্যায়ে সংঘর্ষ দুই ইউনিয়নের মধ্যে ছড়িয়ে পরে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে কালুখালী থানা ও পাংশা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কালুখালী থানার ওসি আব্দুল আজিজ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আহতদের পরিচয় মেলেনি।

(ওএস/এইচআর/অক্টোবর ১৮, ২০১৪)