গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গচ্ছাবিল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কুলসুম বেগম (৩৫) ও তার মেয়ে ইশরাত জাহান কলি (৮)। কুলসুম ওই এলাকার সৈয়দ মো. ওমর ফারুকের স্ত্রী ও কলি তার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় মেয়েকে নিয়ে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান কুলসুম। এসময় তার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলানো টানা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীরা তাদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহানূর আলম জানান, খুঁটি থেকে নরমাল তার দিয়ে টানা সাইড লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০২২)